Tuesday , 19 October 2021
Home / বলিউড / মোহনলালের দৃশ্যম টু ওটিটিতেই ‌‘ডাবল ব্লকবাস্টার’!

মোহনলালের দৃশ্যম টু ওটিটিতেই ‌‘ডাবল ব্লকবাস্টার’!


হায়দ্রাবাদ, ০২ মার্চ – সিনেপ্রেমীদের মন জয় করেছে জনপ্রিয় দক্ষিণী তারকা মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত ‘দৃশ্যম টু’। জানা গেছে, ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির পর ভালো সাড়া ফেলেছে। ২০ কোটি রুপিতে নির্মিত এই ছবির সব মিলিয়ে সংগ্রহ ৪০ কোটি রুপি। অর্থাৎ অ্যামাজন প্রাইম রিলিজে সিনেমাটির লাভ হয়েছে ২০ কোটি রুপি।

আরও পড়ুন : প্রেমিকার ছবি তুলতে চাওয়ায় রেগে গেলেন অর্জুন

ফিল্মিবিট মোহনলালের এ সিনেমাকে সিনেমাহলে দেখানোর আগে ওটিটিতে মুক্তির পরই ডাবল ব্লকবাস্টার আখ্যা দিয়েছে। গণমাধ্যমটি বলছে, ‘দৃশ্যম টু’ ওটিটি প্ল্যাটফর্মটিতে বিক্রি হয়েছে ২৫ কোটি রুপিতে আর এশিয়া নেটওয়ার্ক এর স্যাটেলাইট স্বত্ব ১৫ কোটি রুপিতে কিনেছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ছবিটি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় অবশ্য অনেকে হতাশ হয়েছেন। সাত বছর অপেক্ষার পর এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তাই বড় পর্দার দর্শকের অনেকে এটিকে অবিচার বলছেন। এর আগে, ২০১৩ সালে ‘দৃশ্যম’ প্রথম কিস্তি মুক্তি পায়।

এন এইচ, ০২ মার্চ

web hit counter