Tuesday , 19 October 2021
Home / বলিউড / বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর!

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর!


রোহান ও শ্রদ্ধা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের বিয়ের গুঞ্জন চলছে বলিউডে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চলতি মাসের শুরুতেই পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহানেরও। এই বিয়েতে দুজনের পরিবারেরই সম্মতি আছে বলে জানা গেছে।

রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা, আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রদ্ধা ও রোহান দুজনই যদি বিয়ে করতে রাজি থাকে তিনি খুশি হয়ে সব কিছু করবেন। তারা কলেজজীবন থেকে বন্ধু। দুজনই তাদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যেকোনো সিদ্ধান্ত বুদ্ধিমানের হবে।

গত শনিবার রাতে রোহানের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই জুটি। শ্রদ্ধার বিয়ের কথা প্রথমে উসকে দিয়েছিলেন নায়িকার বন্ধু বরুণ ধাওয়ান।

রোহান যখন বরুণকে বিয়ের শুভেচ্ছা জানান, তখন অভিনেতা বরুণ পাল্টা লিখেছিলেন- আমি আশা করছি তুমিও তৈরি রয়েছ বিয়ের জন্য।

 

web hit counter