Tuesday , 13 April 2021
Home / ঢালিউড / দীঘির মুক্তি ১২ মার্চ

দীঘির মুক্তি ১২ মার্চ


প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন দীঘি। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া দীঘির প্রথম ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসেই।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মিয়াভাই ১২ মার্চ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রথম ছবি মুক্তি নিয়ে ভীষণ খুশি দীঘি। তিনি নিজের প্রথম ছবিটি সিনেমা হলে এসে সবাইকে দেখার আমন্ত্রণ জানান সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ফেসবুকে ছবির পোস্টারও শেয়ার করেছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিতে দীঘির বিপরীতে দেখা যাবে শান্ত খানকে।

2021-03-02