Tuesday , 19 October 2021
Home / ঢালিউড / ‘এক পশলা বৃষ্টি’তে জয়-আঁচল

‘এক পশলা বৃষ্টি’তে জয়-আঁচল


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা আঁচল আঁখি। দুজনই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। এবার তাদের দেখা যাবে ‘এক পশলা বৃষ্টি’ নামে নতুন একটি সিনেমায়।

সম্প্রতি শাপলা মিডিয়া যে ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় তারমধ্যে শুটিংয়ের প্রস্তুতি চলছে ১০টির। সেগুলোরই একটি ‘এক পশলা বৃষ্টি’। এটি নির্মাণ করবেন জাফর আল-মামুন।

এতে জয় চৌধুরী এবং আচঁল ছাড়াও অভিনয় করবেন আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।

সোস্যাল ক্লাসিক রোমান্টিক ঘরানার সিনেমাটির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

The post ‘এক পশলা বৃষ্টি’তে জয়-আঁচল appeared first on .

web hit counter