Wednesday , 20 October 2021
Home / ঢালিউড / রাজবাড়িতে শুটিং করছেন নিরব-স্পর্শিয়া

রাজবাড়িতে শুটিং করছেন নিরব-স্পর্শিয়া


চিত্রনায়ক নিরবের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। ক্যারিয়ারে শুটিংয়ের জন্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গেলেও নিজের জেলায় কখনো শুটিং করা হয়নি তার। সেই অপেক্ষার পালা শেষ হলো এবার।

২ মার্চ থেকে রাজবাড়ী জেলায় শুটিং শুরু করেছেন নিরব। সিনেমার নাম ফিরে দেখা। এটি পরিচালনা করছেন অভিনেত্রী রোজিনা। সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।

নিরব জানান, প্রথম দিন গোয়ালন্দে হয়েছে সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং। সেটা ছিলো জেলা সদর থেকে অনেকটা দূরে। রাতেও শুটিং চলেছে, সেটা ছিলো সদরের কাছাকাছি।

সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন নিরব। কসাই সিনেমার শুটিং শেষ করে তিনি অংশ নেন চোখ সিনেমার দৃশ্যধারণে। সেটা শেষ করেই তিনি শুরু করেছেন ফিরে দেখা সিনেমা।

সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয় করবেন রোজিনা। তার বিপরীতে আছেন ইলিয়াস কাঞ্চন। এই সিনেমার মাধ্যমে ১৪ বছর পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।

ফিরে দেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত। মুক্তিযুদ্ধের পটভূমিতে সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন রোজিনা।

web hit counter