Wednesday , 30 November 2022
Home / ঢালিউড / বোরিং হয়ে গেছি, একটা প্রেম করলে ভালো লাগতো: সুবহা

বোরিং হয়ে গেছি, একটা প্রেম করলে ভালো লাগতো: সুবহা


দেশের আ’লোচিত চিত্রনায়িকা হু’মায়রা সুবহা। তার নামের সঙ্গে ভাই’রাল শব্দটি ওতপ্রোতভাবে জ’ড়িত। ব্যক্তিজীবনের নানান ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সুবহা। ব্যক্তিজীবন থেকে শুরু করে চারপাশের নানা ঘটনায় খোলামেলা আলোচনা করেন তিনি।

গতকাল বুধবার ২৩ নভেম্বর দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবহা লিখেছেন, ‘লাইফে কাজ, ফ্যামিলি, ফ্রেন্ডস ছাড়া কিছুই নেই। বোরিং হয়ে গেছি। একটা প্রে’ম করলে হয়তো ভালো লাগতো।’

এর আগে গত ২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের স’ম্পর্কের ব্যাপারটি ফাঁ’স করেছিলেন। পরবর্তীতে গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়েও বেশ জলঘোলা হয়েছে।

তবে সেসব এখন অ’তীত। ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন সুবহা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অ’ভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’। এতে তার অ’ভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

web hit counter