Tuesday , 19 October 2021
Home / Entertainment / বেসবাবা সুমনের শারীরিক অবস্থা ভালো নয়

বেসবাবা সুমনের শারীরিক অবস্থা ভালো নয়


জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেসবাবা সুমন) দীর্ঘদিন ধরে অসুস্থ। সুমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সংগীতাঙ্গনে। তবে ব্যান্ডটির ম্যানেজার রাজু আহমেদ জানিয়েছেন, সুমন সংকটাপন্ন নন।

রাজু বলেন, তার (সুমন) শারীরিক অবস্থা ভালো না। তবে তিনি সংকটাপন্ন নন। স্পাইনাল কর্ডের সমস্যাই সুমনের এখন প্রধান রোগ। ২০১৭ সালে থাইল্যান্ডে এক দুর্ঘটনার পর এই সমস্যায় আক্রান্ত হন সুমন।

রাজু আরো বলেন, স্পাইনাল কর্ডের সমস্যার কারণে সুমন কোথাও অনেকক্ষণ বসে থাকতে পারেন না, শুয়ে থাকতে পারেন না, যার কারণে স্টুডিও ওয়ার্ক কমে গেছে। চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়া প্রয়োজন। কিন্তু দেশটিতে যাওয়ার ভিসা দিচ্ছে না দূতাবাস।

তিনি জানান, ভিসার জন্য পরিবারের লোকজন অপেক্ষা করছেন। ভিসা পেলেই সুমনকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য।

কয়েক বছর ধরে ক্যানসারেও আক্রান্ত সুমন। এর চিকিৎসা আরো অনেকদিন চালিয়ে যেতে হবে। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন অর্থহীনের ভোকাল। তবে এখন তার শরীরে আর ভাইরাসের অস্তিত্ব নেই।

web hit counter