Wednesday , 20 October 2021
Home / Entertainment / মার্চেই আসছে জাস্টিন বিবারের ষষ্ঠ অ্যালবাম ‘জাস্টিস’

মার্চেই আসছে জাস্টিন বিবারের ষষ্ঠ অ্যালবাম ‘জাস্টিস’


জাস্টিন বিবারের চতুর্থ অ্যালবাম ‘পারপাস’ প্রকাশিত হয় ২০১৫ সালে। পঞ্চমটি আসতে আসতে লেগে যায় পাঁচ বছর! গেলো বছরের শুরুতে মুক্তি পাওয়া সেই অ্যালবাম ‘চেঞ্জেস’ শ্রোতা-সমালোচকদের মন জয় করেছিলো।

তবে ভক্তদের দাবি ছিলো, পরের অ্যালবামটি আসতে যেন দীর্ঘ সময় না লাগে। কথা শুনেছেন বিবার। জানিয়েছেন, ১৯ মার্চ মুক্তি পাবে তার ষষ্ঠ অ্যালবাম ‘জাস্টিস’।

নিজের অফিশিয়াল টুইটার পেজে ভক্তদের সুসংবাদ দিয়ে কানাডিয়ান গায়ক লেখেন, কঠিন সময়ে ভক্তদের জন্য কিছুটা স্বস্তি দিতে আসছে নতুন অ্যালবাম। গান অবশ্যই সব ধরনের অন্যায়ের অবসান ঘটাতে পারে না। তবে মনে করিয়ে দেয়, আমরা একা নই।

মনে করা হচ্ছে গেলো বছর দীর্ঘ লকডাউনের কারণেই এতো দ্রুত আরেকটি নতুন অ্যালবাম নিয়ে আসতে পেরেছেন বিবার। এর আগে টেইলর সুইফটও মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটি অ্যালবামের মুক্তি দেন।

web hit counter