Tuesday , 19 October 2021
Home / Entertainment / তৃতীয়বারের মতো মা হচ্ছেন ওয়ান্ডার উইম্যান তারকা

তৃতীয়বারের মতো মা হচ্ছেন ওয়ান্ডার উইম্যান তারকা


তৃতীয়বারের মতো মা হতে চলেছেন ওয়ান্ডার উইম্যান অভিনেত্রী গ্যাল গ্যাদত। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে নিজ অ্যাকাউন্টে ছবি পোস্ট করে তিনি এ খবর জানান।

এর আগের দিনই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। সে অনুষ্ঠানে তিনি পরেছিলেন সাদা রঙের গিভেঞ্চি সুইং মিনি ড্রেস। এই ফোলানো ড্রেসের কারণে তার বেবি বাম্প দৃশ্যমান ছিলো না।

অনুষ্ঠানের পরদিনই গ্যাদত জানিয়ে দিলেন, তিনি আবারো মা হতে চলেছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, আবারো শুরু।

ছবিতে গ্যাল গ্যাদতকে দেখা যায় স্বপরিবারে। স্বামী জ্যারন ভারসানো ও সঙ্গে দুই মেয়ে ৯ বছরের আলমা এবং ৩ বছরের মায়ার সঙ্গে থাকা ছবিতে তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

web hit counter