বর্তমান সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন। নাটকে নিয়মিত অভিনয় করলেও প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘নতুন প্রেমের তরী’ নামের ওয়েব সিরিজটি নির্মাণ করবেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, অভিনেতা-অভিনেত্রী নিয়ে এরইমধ্যে শুটিং শুরু করেছেন তিনি। এতে অভিনয় করতে পারেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনও। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
ফারুকীর র্নিমাণ কাজে শিল্পী নির্বাচনে বরবারই চমক থাকে। নতুন প্লাটফর্মে নতুন ধারার কাজে এবার ফারুকী শিল্পী নির্বাচনে কি চমক দেন সেটাই এখন দেখার বিষয়।
এদিকে কিছুদিন আগে খবর ছড়ায় ফারুকীর ওয়েব সিরিজে অপি করিম অভিনয় করছেন। তবে এ বিষয়ে ফারুকী সাফ জানিয়ে দেন, অপি করিম অভিনয় করছে না বা তার অভিনয় করা নিয়ে কোনো কথাও হয়নি।
তবে এটি ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ বলে জানা গেছে।