Tuesday , 19 October 2021
Home / খবর / অবশেষে চলেই গেলেন নায়ক শাহীন আলম

অবশেষে চলেই গেলেন নায়ক শাহীন আলম
অবশেষে মারাই গেলেন চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম। সোমবার রাতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছেন। সমস্যা গুরতর আকার ধারণ করায় রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরেই রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন।
আগের খবরনতুন তরঙ্গ কিনেছে জিপি ও রবি
পরের খবর হাজী সেলিমের আপিলের রায় আজ

সূত্র: অর্থসূচক

web hit counter