Tuesday , 19 October 2021
Home / খবর / শাহরুখের জন্য শাস্তি পেয়েছিলেন রণবীর

শাহরুখের জন্য শাস্তি পেয়েছিলেন রণবীর


রণবীর সিং বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা। পছন্দের তারকা ছিলেন শাহরুখ খান। তিনি এই অভিনেতার এত বড় ভক্ত ছিলেন যে, শাহরুখ অভিনীত দৃশ্য অথবা গান যেখানে শুনতেন তার মনোযোগ সেদিকেই চলে যেত। এমনকি এজন্য স্কুল থেকে শাস্তিও পেয়েছিলেন। কঠোর পরিশ্রম ও অভিনয় গুণে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন রণবীর।

শাহরুখের ‘দিল সে’ সিনেমার অন্যতম কালজয়ী একটি গান ‘ছাইয়া ছাইয়া’। সিনেমাটি যখন মুক্তি পায় তখন রণবীর সিং স্কুলে পড়তেন। অনুষ্ঠানে বা কোনখানে যখন গানটি বাজতো সঙ্গে সঙ্গে সেদিকে মন চলে যেতো তার। একদিন ক্লাস চলাকালীন পাশে যখন গান বাজছিল তখন রণবীর তা শুনছিলেন। ক্লাস শিক্ষিকা যখন বিষয়টি খেয়াল করেন একদিনের জন্য তাকে সাসপেন্ড করেন।

শাহরুখ খানের প্রতি তার ভালোলাগার সব সময়ই প্রকাশ করেন রণবীর সিং। তারকা খ্যাতি পাওয়ার পর এক সাক্ষাৎকারে তার এই ঘটনা প্রকাশ করেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেতা। মুক্তির অপেক্ষায় রণবীর সিংয়ের ‘৮৩’। এছাড়া ‘জয়েশভাই জোরদার’ ও ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে।

 

web hit counter