Wednesday , 20 October 2021
Home / খবর / ডিপজলের সিনেমায় প্রিয়াংকা

ডিপজলের সিনেমায় প্রিয়াংকা


সাভারে চলছে মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত নতুন সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’ দৃশ্যধারনের কাজ। সিনেমাটি পরিচালনা করছেন মমতাজুর রহমান আকবর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মত ডিপজলের সাথে অভিনয় করছেন মডেল ও নায়িকা  প্রিয়াংকা জামান।

ছবি প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে, সন্দেহ থাকে। পরিবারের ভেতর যতো ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে।

এদিকে নায়িকা প্রিয়াংকা জামান বলেন, এই প্রথমবার এতগুনী একজন নির্মতারা সাথে কাজ করছি, অবশ্যই সেটি আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। পাশাপাশি ডিপজল ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। অনেক ভালো মনের মানুষ  ডিপজল ভাই।

নতুন ছবি নিয়ে এই নায়িকা বলেন, সামাজিক -পারিবারিক ঘরানার সিনেমা এটি। আশাকরি দর্শকদের ভালো লাগবে ছবিটি দেখে।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডিপজল, রিনা খান, মৌ খান, নাহিদ এরফান, শ্যামলসহ আরও অনেকে।

অর্থসূচক/এএ/এমএস

সূত্র: অর্থসূচক

web hit counter