Tuesday , 19 October 2021
Home / খবর / ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে আসছেন সিমলা

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে আসছেন সিমলা


জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সিমলা। বেশ লম্বা সময় বড় পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়িকা সিমলা। অনেক আগেই ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিং শেষ করেছেন এ নায়িকা। অবশেষে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিমলা অভিনীত এ ছবিটি।

অসম প্রেমের গল্প নিয়ে এ ছবিটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। জানা গেছে, সিনেমাটির শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফরমে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে মাঝে এ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রুবেল আনুশ।

ছবিটি নিয়ে নায়িকা সিমলা বলেন, অন্যরকম একটি সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন পরিচালক। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে সবার

২০১৪ সালের আগস্ট মাসে এ সিনেমার শুটিং শুরু করেন নির্মাতা। এখানে অসম প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিমলা। সঙ্গে রয়েছেন ‘ঘেটুপুত্র’ সিনেমা খ্যাত অভিনেতা মামুন। সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

 

অর্থসূচক/এএইচআর

সূত্র: অর্থসূচক

web hit counter