Tuesday , 19 October 2021
Home / খবর / গোঁফ নিয়ে হাসাহাসি, কেটে ফেললেন অনন্ত জলিল

গোঁফ নিয়ে হাসাহাসি, কেটে ফেললেন অনন্ত জলিল


ঢাকা, ২২ মার্চ – ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিলকে প্রায় সাত বছর ধরে দাঁড়ি গোঁফের লুকে দেখা গেছে। এবার চিরাচরিত লুক পরিবর্তন করেছেন তিনি। ১২০ কোটি টাকা বাজেটের ‘নেত্রী- দ্য লিডার’ ছবির জন্য লুক পরিবর্তন করেছেন এই অভিনেতা। দাঁড়ি ফেলে দিয়ে এখন শুধু তাকে গোঁফে দেখা যাবে।

জানা যায়, ছবিটির শুটিং চলাকালীন এবং মুক্তি পর্যন্ত এ লুক বজায় রাখবেন অনন্ত জলিল। কিন্তু তার আগেই নিজের গোঁফ কেটে ফেললেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন : ফাইজারের টিকা নিলেন অধরা খান

ছবিতে দেখা যায়- সাদা শার্টের উপর হালকা সবুজ রঙের স্যুট-টাই। মাথার চুল স্পাইক করা। অনন্ত জলিলের নতুন এই লুক বেশ মনে ধরেছে নেটিজেনদের। তাইতো মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবিটি। ক্যাপশনে লিখেছেন, ‘নেত্রী- দ্য লিডার’ মুভির আরো একটি লুক।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। ভারতের উপেন্দ্র মাধবের পরিচালনায় সেখানে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু শিল্পীরাও রয়েছেন।

এন এইচ, ২২ মার্চ

web hit counter