ছোট পর্দার পরিচিত মুখ শামিম আহমেদ। কমেডি চরিত্রে টিভি নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। গত দু’দিন ধরে খোঁজ মিলেছে না এই অভিনেতার। এমনটিই জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
শামিম আহমেদের স্ত্রী আশা জানান, শামিম আহমেদের সঙ্গে তার শেষ কথা হয় ২০ মার্চ রাত ৯টায়। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন।
আশা বলেন, তার (শামিম আহমেদ) সঙ্গে শেষ কথা যখন হয় তখন তিনি জানিয়েছিলেন, সিলেট থেকে বাসায় ফিরছেন। তখন তিনি বাসে ছিলেন। কোন এলাকায় ছিলেন সেটা জানায়নি।
এ ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করতে চেয়েছিলেন শামিমের স্ত্রী। কিন্তু নিখোঁজ হওয়ার স্থান বলতে না পারায় থানা-পুলিশ কোনো সহায়তা করতে পারেনি।
আশা বলেন, গত ১৪ মার্চ রাতে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলায় যান শামিম। সেখান থেকে ১৬ মার্চ যাওয়ার কথা ছিল সিলেটে। তিনি সিলেট গিয়েছেন বলেও জানিয়েছিলেন। তবে ১৬ মার্চ রাতে শামিম আহমেদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। সেখানে শামিম আহমেদের মোবাইল হারিয়ে যায়। তবে ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিল তা পরিষ্কার জানিনা।
রাজধানীর শান্তিবাগে শামিম-আশা দম্পতির বাসা। কেউ শামিম আহমেদের খোঁজ পেলে ০১৭২০-৮০৫০৪৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার স্ত্রী।
সূত্র: বিনোদন২৪.কম