Tuesday , 19 October 2021
Home / খবর / সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’


দীর্ঘ ৭ বছর ধরে সিমলা অভিনীত নির্মাণাধীন থাকা সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ঈদ উল ফিতরেই মুক্তি পাচ্ছে।

সোমবার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। পরিচালক রুবেল আনুশ সেখানেই এই তথ্য দিয়েছেন।

পরিচালক বলেন, ‘সিনেমার শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদ উল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি।’

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে সিমলার বিপরীতে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনকে।

মাঝে এ সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রুবেল আনুশ।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter