Tuesday , 19 October 2021
Home / খবর / দাঁড়ির পর গোঁফও হাওয়া!

দাঁড়ির পর গোঁফও হাওয়া!


কদিন আগেই নায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার দাঁড়ি কেটে শুধু গোঁফ রেখেছিলেন। এটি তার নতুন সিনেমা নেত্রী দ্য লিডার’র জন্য। তখন তার গোঁফ রাখা চেহারার ছবি ফেসবুকে হাস্যরসের সৃষ্টি হয়।

এবার নতুন লুক প্রকাশ করলেন তিনি। এবারের লুকে গোঁফহীন এক অনন্তকে দেখলো দর্শক। সোমবার গোঁফ কেটে নতুন লুকের যে ছবি ফেসবুকে পোস্ট করেছেন তার ক্যাপশন জুড়েছেন, ‘নেত্রী : দ্য লিডার মুভির আরও একটি লুক প্রকাশ।’

এদিকে ‘অসম্ভবকে সম্ভব করা’ স্লোগানের নায়ক অনন্ত জলিলকে দেখে এবারও হাসছেন দর্শকরা। আগের লুক প্রকাশের পর মন্তব্যকারীরা যেমন তাদের কথায় হাস্যরস তৈরি করেছিলেন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

জানা গেছে, বর্তমানে সিনেমাটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। সেখানে অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে বাংলাদেশের বেশ কিছু অভিনেতা অংশ নিয়েছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter