Wednesday , 27 October 2021
Home / খবর / ফাইজারের টিকা নিলেন অধরা খান

ফাইজারের টিকা নিলেন অধরা খান


ঢাকা, ২২ মার্চ – মহামারি করোনা মোকাবিলায় বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচি। পিছিয়ে নেই বাংলাদেশ। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা। দিনে দিনে মানুষের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে। এবার টিকা নিলেন ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। তবে তিনি নিয়েছেন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন।

আরও পড়ুন : মৃত্যু গুজব, অভিনেত্রী বললেন ‘ভালো আছি’

দেশে তো ফাইজারের টিকা আসেনি, তাহলে এই টিকা কোথায় পেলেন অধরা? সকলের জল্পনা দূর করতে জানানো যাচ্ছে, অধরা খান মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা (বসবাসের অনুমতি প্রাপ্ত)। বাসিন্দা হওয়ার শর্ত পূরণের একটি অংশ হলো নির্দিষ্ট মেয়াদে দেশটিতে গিয়ে থাকতে হবে। সেই কারণে কিছুদিন আগে দুবাই গেছেন এই নায়িকা। সেখানে গিয়েই গেলো রোববার (২১ মার্চ) ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণ করেন তিনি।

ফাইজারের টিকা নেয়া প্রসঙ্গে অধরা বলেন, ‘এখানে সব ধরনের টিকা নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের টিকা নিয়েছি। টিকা বা ইঞ্জেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না।’

প্রসঙ্গত, এর আগে দেশে করোনার টিকা নিয়েছেন ববিতা, আনোয়ারা, সুবর্ণা মুস্তাফা, জেমস, আসিফ আকবর, তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

এন এইচ, ২২ মার্চ

web hit counter