Wednesday , 14 April 2021
Home / খবর / এবার বলিউডে সানি দেওলের ছোট ছেলে

এবার বলিউডে সানি দেওলের ছোট ছেলে


মুম্বাই, ২৩ মার্চ – অভিষেক তারকা হিসেবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য যে কারো থেকে অনেক বেশি সমাদর পেয়ে থাকেন বলিউডের স্টার কিডরা। অভিষেক তারকা হিসেবে তাদের পর্দায় উপস্থাপন করতে অনেক পরিচালক-প্রযোজকই মুখিয়ে থাকেন।

আবারও এমনটাই ঘটতে যাচ্ছে বলিউডে। জানা গেছে, অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল খুব শিগগির পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

আরও পড়ুন : বাবা ছেলের সংঘর্ষ

অবনীশের পরিচালনায় নাম নির্ধারণ না হওয়া সিনেমার মধ্য দিয়ে পর্দায় হাজির হবেন রাজবীর। রাজবীর অভিনীত আসন্ন ছবিরটি চিত্রনাট্য কিছুটা অয়ন মূখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ আদলে নির্মিত হবে।

ছবিতে রাজবীর দেওলের পাশাপাশি আরও অভিনয় করবেন বলিউডের শীর্ষস্থানীয় তারকাদের অনেকেই।

এর আগে ২০১৯ সালে সানি দেওলের বড় ছেলে করণ দেওল রোমান্স-অ্যাকশনধর্মী সিনেমা ‘পাল দো পাল কে পাস’ দিয়ে বলিউডে অভিষেক করেছিলো। আর এবার অভিনেতার ছোট ছেলের অভিষেক হতে যাচ্ছে।

এন এইচ, ২৩ মার্চ

2021-03-23