Tuesday , 19 October 2021
Home / খবর / অভিনেতা শামীমের সঙ্গে কী ঘটেছিল?

অভিনেতা শামীমের সঙ্গে কী ঘটেছিল?


সোমবার রাতে খবর ছড়িয়ে পড়ে অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ। শুটিংয়ে গিয়ে তার হদিস নেই, পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় তার স্ত্রী আশামনি থানায় জিডি করতেও গিয়েছিলেন।

এদিকে সংবাদ দেখে তিনি নিজেই যোগাযোগ করেন পরিবারের সঙ্গে। জানান তিনি ভালো আছেন, শুটিংয়ে রয়েছেন এক-দুইদিনের মধ্যে বাসায় ফিরবেন।

গত সপ্তাহে আমি গাজীপুরে দুইদিন শুটিং করে সিলেটের শ্রীমঙ্গলে অন্য আরেকটি শুটিংয়ে যাই। সেখান থেকে ঢাকায় ফেরার পথে আমার ফোন ছিনতাই হয়। এরপর সিলেট থেকে আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীতে আসি। এখন এখানেই শুটিং করছি। নিজের মোবাইল না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সিমটাও তুলতে পারিনি। তবে আমি একেবারে সুস্থ এবং স্বাভাবিক আছি। আসলে আমি না আমার ফোন হারিয়েছে।
এভাবেই বলছিলেন শামীম আহমেদ।

স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।

The post অভিনেতা শামীমের সঙ্গে কী ঘটেছিল? appeared first on binodon24.com.

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter