Wednesday , 20 October 2021
Home / খবর / এবার বলিউডে পা রাখছেন সালমানের ভাগ্নি

এবার বলিউডে পা রাখছেন সালমানের ভাগ্নি


মুম্বাই, ২৪ মার্চ – ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খানের পরিবারের আরও এক সদস্য পা রাখতে চলেছেন বলিউডে। নাম তার আলিজে অগ্নিহোত্রি। তিনি ‘ভাইজানের’ ভাগনি।

সংবাদ মাধ্যম জানিয়েছে, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবিতে দেখা যাবে আলিজেকে। তার নায়ক হিসেবে অভিনয় করতে পারেন সানি দেওলের পুত্র রাজবীর।

আরও পড়ুন : অজয়-কাজলের রাজকীয় বাড়ি

তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা হয়নি।

জানা গেছে, রোম্যান্টিক কমেডি’ ঘরানার ছবি করবেন অবনীশ। অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ধাঁচের গল্প হতে পারে এ ছবির।

সালমানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে।

এর আগে সালমানের ‘দাবাং-৩’ ছবির মাধ্যমে আলিজের বলিউডে আত্মপ্রকাশের খবর বেরিয়েছিল। পরে অবশ্য সেই খবরের সত্যতা মেলেনি।

আলিজের বাবা অতুলও একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গে একাধিক কাজও করেছেন তিনি।

এন এইচ, ২৪ মার্চ

web hit counter