Wednesday , 20 October 2021
Home / খবর / অক্ষয়-সালমানকে টপকে গেলেন শাহরুখ! – Binodonnews24

অক্ষয়-সালমানকে টপকে গেলেন শাহরুখ! – Binodonnews24


মুম্বাই, ২৪ মার্চ – শুরু থেকেই বলিউড কিং শাহরুখ খানের নাম সবচেয়ে বেশি বেতনভুক্ত অভিনেতাদের তালিকায় ছিল। এবার অক্ষয় কুমার ও সালমান খানকে ছাপিয়ে প্রথম স্থান অধিকার করলেন তিনি।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার জানিয়েছে, ‘পাঠান’ ছবিতে ১০০ কোটি ছাড়িয়ে গেছে শাহরুখের বেতন।

আরও পড়ুন : এবার বলিউডে পা রাখছেন সালমানের ভাগ্নি

গত বছর নভেম্বর মাস থেকে শুটিং শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার। এ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও।

মুম্বাই ছাড়াও শুটিং হবে বিদেশের বিভিন্ন জায়গায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে সালমান খানকে দেখা যাবে অতিথি অভিনেতা হিসেবে।

এন এইচ, ২৪ মার্চ

web hit counter