Wednesday , 27 October 2021
Home / খবর / অভিমান ভুলে এক হচ্ছে নিখিল-নুসরাত?

অভিমান ভুলে এক হচ্ছে নিখিল-নুসরাত?


কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহিত সম্পর্কে ফাটল ধরেছে। কয়েকমাস ধরেই টলিউডে এমন গুঞ্জন শোনা গেছে। তবে নিখিলের সঙ্গে নুসরাতের অভিমানের বরফ গলতে শুরু করেছেন।

নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর যশের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিলো নুসরতের। কিন্তু যশ বিজেপিতে যোগ দিয়ে প্রার্থীও হয়েছেন। অন্যদিকে তৃণমূলের সাংসদ নুসরত। এই সমীকরণেই ভাবা হচ্ছে আবারো নিখিলের সঙ্গে অভিমান কমিয়ে আনতে শুরু করেছেন নুসরাত।

নুসরাত সোমবার একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন। লেখা ছিলো, আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। শুধু কঠিন সময় মানুষের উপর বিশ্বাস করতে অসুবিধা হয়।

তার ঠিক একদিন আগে নিখিল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, অনেক জিনিস ধসে যায় আবার মাথা তুলে দাঁড়াবে বলে।

আবার মঙ্গলবার নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, তোমার মন যে কথাটা জানে, সেই কথা মেনে নিতে তোমার হৃদয় যদি সময় নেয় তাহলে ঠিক আছে। কিন্তু এটাকেই চিরকালীন করে ফেলো না।

এই কথাগুলো পরপর রাখলে একটা কথোপকথন মনে হবে? বরফ গলার সময় বোধ হয় এভাবেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন এই দম্পতি। কিংবা হতে পারে পুরোটাই কাকতালীয়।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter