Wednesday , 20 October 2021
Home / খবর / নতুন চমক নিয়ে হাজির ডিপজল

নতুন চমক নিয়ে হাজির ডিপজল
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খল অভিনেতা ডিপজল। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে নানা সময় নানা ছবির সংলাপ হয়েছে ভাইরাল। ‘আহো ভাতিজা আহো’, ‘সানডে মানডে ক্লোজ কইর‌্যা দিমু’, ‘তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস’ ডিপজলের এমন বেশ কিছু সংলাপ দর্শকদের মন কেড়েছে। এবার ডিপজলের আলোচিত এসব সংলাপ আওড়ালেন ‘ভাগিনা দীপু’। চলচ্চিত্রাঙ্গনে তাকে সবাই এই নামে ডাকেন। আর তারই একটি ভিডিও অন্তর্জালে নজর কেড়েছে।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ইউটিউব চ্যানেল খুলেছেন। এই চ্যানেলে ডিপজলের সঙ্গে বিভিন্ন কমেডিতে কাজ করছেন ছোট দীপু বা ভাগিনা দীপু।।

সম্প্রতি ডিপজল তার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ডিপজলের অফিসে অবস্থান করছেন দীপু। এ সময় ডিপজলের বেশ কয়েকটি সংলাপ বলেন দীপু। আর ডিপজলের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করেন তিনি। ডিপজলের নতুন সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে অভিনয় করছেন দীপু।

অর্থসূচক/এএইচআর
আগের খবরমরগান-বিলিংসকে নিয়ে শঙ্কা
পরের খবর এমবিবিএস পরীক্ষাকালে কোচিং-ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ

সূত্র: অর্থসূচক

web hit counter