বলিউডের নারী সুপারস্টার শ্রীদেবী মেয়ে জাহ্নবী কাপুর এখন বলিউডের পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায়ও সরব তিনি। এক ভক্ত তাকে চুমু খাওয়ার প্রস্তাব দিয়েছেন।
ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং নামে একটি ট্রেন্ড চলছে। আর সেই সেশনে যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারেন। ইচ্ছে হলে উত্তর দেবেন, না চাইলে এড়িয়ে যাবেন।
এবার ভক্তদের সঙ্গে সেই খেলায় মেতেছিলেন জাহ্নবীও। সুযোগে এক ভক্ত জাহ্নবীকে প্রশ্ন করেন, আমরা কী চুমু খেতে পারি? জাহ্নবী চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। কিংবা রেগেও যেতে পারতেন! কিন্তু তা না করে মজার ছলেই উত্তর দিয়েছেন তিনি।
মাস্ক পরিহিত একটি ছবি পোস্ট করে লিখেন, ‘নো’। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সামাজিক দূরত্ব মানা প্রয়োজন। আর সে কথাই যেন আরো একবার মনে করিয়ে দিলেন জাহ্নবী কাপুর।
সম্প্রতি মুক্তি পেয়েছেতার অভিনীত ‘রুহি’ সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া ‘গুড লাক জেরি’ সিনেমার শুটিং শেষ করেছেন জাহ্নবী। এছাড়া অভিনয় করছেন ‘দোস্তানা টু’ সিনেমায়।
সূত্র: বিনোদন২৪.কম