Wednesday , 20 October 2021
Home / খবর / করোনা আক্রান্ত অভিনেতা আমির খান

করোনা আক্রান্ত অভিনেতা আমির খান


মুম্বাই, ২৪ মার্চ – এবার করোনা আক্রান্তের তালিকায় আরেকটি নাম যুক্ত হয়েছে। বলিউড অভিনেতা আমির খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ। আমিরের ঘনিষ্ঠ সূত্র থেকেই এ খবর জানা গেছে। ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুট চলাকালীন সময়েই করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সূত্র জানিয়েছেন, অভিনেতা আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কোভিড-বিধি মেনে চলছেন। তাঁর সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে ইতিমধ্যে ছুটিও দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ‘লাল সিংহ চড্ডা’-র বাকি শ্যুটিং শুরু করবেন।

আরও পড়ুন : অক্ষয়-সালমানকে টপকে গেলেন শাহরুখ!

ভারতে ফের করোনার প্রকোপ বাড়ছে। ভাইরাসের কবলে পড়ছেন বলিউডের অনেক শিল্পীরা। দ্বিতীয় ঢেউ শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখের।

এন এইচ, ২৪ মার্চ

web hit counter