প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত সিনেমার নাম ‘অমানুষ’।
বুধবার (২৪ মার্চ) থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই মডেল অভিনেত্রী। থ্রিলারধর্মী গল্পে নির্মিতব্য সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।
শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বলেন, আজ থেকে শুটিং শুরু করেছি। মিথিলা ও নিরব শুটিংয়ে অংশ নিয়েছেন। কাজটি ভালো হচ্ছে। কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। টানা ২৫ দিন শুটিং করে এর কাজ শেষ করবো।
সূত্র: বিনোদন২৪.কম