Wednesday , 20 October 2021
Home / খবর / টিকা নিলেন সালমান খান

টিকা নিলেন সালমান খান


এবার করোনাভাইরাসের টিকা নিলেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার (২৪ মার্চ) মুম্বাইয়ের একটি হাসপাতালে হাজির হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন এই অভিনেতা। যদিও কোন হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেছেন তা জানাননি সালমান।

এদিন সন্ধ্যায় সালমান খান এক টুইটে লিখেন, আজ (২৪ মার্চ) করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছি।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দেখা গেছে সালমান খানকে। এ সময় তার পরনে ছিলো গ্রে রঙের টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার।

এর আগে বলিউডের অনেক তারকা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, পরেশ রাওয়াল, অনুপম খের, হেমা মালিনি, শর্মিলা ঠাকুর, নীনা গুপ্তা, সতীষ সাহা, জনি লিভার প্রমুখ।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর সালমানের সঙ্গে এই নির্মাতার এটি তৃতীয় সিনেমা।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, গৌতম গুলাটিসহ অনেকে। সিনেমাটি আগামী ১৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter