Tuesday , 19 October 2021
Home / খবর / বিচ্ছেদের পর এই প্রথম শাকিববিহীন অপুকে দেখবে দর্শক

বিচ্ছেদের পর এই প্রথম শাকিববিহীন অপুকে দেখবে দর্শক


ঢাকা, ২৭ মার্চ – শাকিব-অপু জুটি দর্শকের কাছে এখনও জনপ্রিয়। এই জুটি ৮০টি সিনেমায় অভিনয় করে; যার অধিকাংশই ব্যবসাসফল। দু’জনের বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে নতুন কোনো সিনেমায় তাদের দেখা যায়নি। এ ঘটনার পর শাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেলেও নায়িকা চরিত্রে অপুর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবারই প্রথম শাকিব ছাড়া অপুকে দর্শক দেখছেন ‘প্রিয় কমলা’ সিনেমায়।

আরও পড়ুন : মুক্তি পেল ‘স্ফুলিঙ্গ’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর তিনটি সিনেপ্লেক্সে গতকাল (২৬ মার্চ) সিনেমাটি মুক্তি পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। অপুকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিনেমায় বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন অপু।

উল্লেখ্য এ ধরনের চরিত্রে অপুকে পর্দায় এই প্রথম দেখছেন দর্শক।

অপু অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাঙ্কু জামাই’ ২০১৮ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে অপুকে শেষবারের মতো দেখা গেছে।

এন এইচ, ২৭ মার্চ

web hit counter