Sunday , 11 April 2021
Home / খবর / করেনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কাজী হায়াৎ

করেনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কাজী হায়াৎ
দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ করেনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

তিনি বলেন, আব্বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসছে, আলহামদুলিল্লাহ। আব্বাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন সুস্থ আছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা।

জানা গেছে, কাজী হায়াতের স্ত্রী রোমিসা হায়াৎও করোনা থেকে সুস্থ হয়ে তিন দিন আগে হাসপাতাল ছেড়েছেন। গেলো ৬ মার্চ করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ।

কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। এর আগে ২ মার্চ করোনার প্রতিষেধক টিকা নেন এই গুণী পরিচালক।

অর্থসূচক/এএ/এমএস
আগের খবরমার্কেন্টাইল ব্যাংকের ৫টি উপশাখা উদ্বোধন

সূত্র: অর্থসূচক

2021-03-28