Wednesday , 27 October 2021
Home / খবর / যেভাবে দর্শকদের ভয় দেখাচ্ছেন সানি

যেভাবে দর্শকদের ভয় দেখাচ্ছেন সানি
সানি লিওন নামটা শুনলেই অনেকের হৃদয়ে ঝড় ওঠে৷ কিন্তু সানির নতুন ছবি ‘শেরো’র টিজার দেখে রীতিমতো আঁতকে উঠছেন দর্শকরা।

থ্রিলার ধরনের এই ছবিতে সানি দেখাবেন তার ভয়ঙ্কর রূপ৷ ছবির টিজারেই দেখা গেছে ক্ষত-বিক্ষত সানির সুন্দর মুখশ্রী৷ নাক দিয়ে গড়াচ্ছে রক্ত! শুধু তাই নয়, সানিকে উল্টোভাবে ঝুলতেও দেখা গেছে ওই টিজারে। ছবিটি তৈরি হয়েছে দক্ষিণী মালায়ালাম ভাষায়৷ তবে হিন্দিতেও ছবিটি মুক্তি পাবে।

বলিউডে সানির কেরিয়ার শুরু হয়েছিল ‘জিসম’ ছবি থেকে৷ তারপর রাগিনি এমএমএস৷ এই ছবিও ছিল ভূতের৷ ওই ছবিতে সানির অভিনয় প্রশংসা পেয়েছিল ৷ এরপর কখনও কমেডি, কখনও ড্রামাতে অভিনয় করেছেন তিনি। সব ছবিতেই সানি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ‘শেরো’ ছবির টিজার মুক্তি পেতেই ইতিমধ্যেই ৪ লাখ ভিউ হয়েছে৷ শেয়ারও হয়েছে অনেকবার।

সানি জানান, ছবিটিতে অভিনয়ের প্রস্তাব আসতে তিনি বেশ বিস্মিত হয়েছিলেন। তিনি জানান, ছবির স্ক্রিপ্ট তাকে দারুনভাবে মুগ্ধ করেছিল। এ কারণে অন্য একটি ছবির কাজ বাদ দিয়ে তিনি ‘শেরো’ ছবিটি হাতে নেন।

অর্থসূচক/এএইচআর

 

 
আগের খবরহাতি ও ব্যান্ডপার্টি দিয়ে শাকিবের অন্যরকম জন্মদিন
পরের খবর আমাদের যাত্রা অনেক দূরের: প্রধানমন্ত্রী

সূত্র: অর্থসূচক

web hit counter