Wednesday , 20 October 2021
Home / খবর / গুপ্তচর হয়ে আসছেন রাধিকা আপ্তে!

গুপ্তচর হয়ে আসছেন রাধিকা আপ্তে!


বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও দেখা গেছে রাধিকা আপ্তেকে। সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। এবার রাধিকা আপ্তেকে দেখা যাবে গুপ্তচর চরিত্রে। অনুশ্রী মেহেতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমাটিতে আরো দেখা যাবে অভিনেতা সুমিত ব্যাসকে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মিসেস আন্ডারকভার’র ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে একজন গৃহবধূ বন্ধুক ধরে আছে।

এ প্রসঙ্গে রাধিকা জানিয়েছেন, এই সিনেমার গল্প শুনে তিনি খুব অবাক হন। চিত্রনাট্যেই পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এই বলিউড তারকা।

পোস্টার দেখেই সিনেমার সাফল্যের ব্যাপারে অনেকটা নিশ্চিত রাধিকা। তিনি আরো জানান, দর্শক এই পোস্টার বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এখন অপেক্ষা সিনেমাটি দেখার পর দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেন।

অনুশ্রী মেহেতার প্রথম সিনেমা এটি। এর আগে লেখক হিসেবে কাজ করেছেন তিনি। বি ফর ইউ মোশান পিকচার, জাদুগর ফিল্মস এবং কাইত স্কাই নিবেদিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ইশান সাকসেনা, আবির সেনগুপ্ত, সুনীল শাহ এবং বরুণ বাজাজ।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter