ঢাকা, ৩০ মার্চ – বর্তমানে আলোচিত নায়ক-নায়িকাদের নিয়ে মাল্টি কাস্টিং সিনেমা নির্মাণ প্রায় অসম্ভব। এর প্রধান কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, অসুস্থ প্রতিযোগিতা। ঠিক এমন সময় হঠাৎ করেই আলোচিত ৩ নায়িকার একটি ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই জানতে চাইছেন এই ছবির পেছনের রহস্য।
আরও পড়ুন : সুবর্ণজয়ন্তী স্মরণীয় করতে সানী-মৌসুমীর ছেলের বিয়ে
প্রথমবারের মতো চিত্রনায়িকা মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়াকে এক ফ্রেমে দেখা গেছে। আজ ২৯ মার্চ বিকেলে ফেইসবুকে ছবিটি পোস্ট করেছেন মিম। ক্যাপশনে দিয়েছেন তিনটি লাভ ইমো। উল্লেখ করেছেন ছবিটি তার ‘ফেভারিট’।
ছবিটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে। ২০ মিনিটের মধ্যেই ছবিতে প্রায় দেড় হাজার রিয়্যাক্ট পড়েছে। অনেকেই এই ছবির রহস্য জানতে চাচ্ছেন। কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই করছেন না মিম। অনেকে অনুমানে বলছেন- তারা একসঙ্গে কোনো সিনেমায় হয়তো কাজ করতে যাচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনজনের কেউ।
এন এইচ, ৩০ মার্চ