Tuesday , 19 October 2021
Home / খবর / ১০০ সিনেমা হলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

১০০ সিনেমা হলে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে তারুণ্যের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। শাপলা মিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্র আগামী ২ এপ্রিল মুক্তি পাবে।

ছবির পরিচালক ও প্রযোজক সেলিম খান জানিয়েছেন, তাদের টার্গেট ১০০ সিনেমা হলে মুক্তি দেওয়ার।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ৫২টি সিনেমা হল বুকিং সম্পন্ন করেছি। কিন্তু আমাদের ইচ্ছা আছে কমপক্ষে ১০০ হলে মুক্তি দেওয়ার। যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলছে, তাই এ চেষ্টা। আমরা হল মালিকদের সঙ্গে কথা বলছি।’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমাটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পেয়েছে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter