Wednesday , 27 October 2021
Home / খবর / একই দৃশ্যের জন্য দ্বিতীয়বার শুটিংয়ে বুবলি

একই দৃশ্যের জন্য দ্বিতীয়বার শুটিংয়ে বুবলি


দীর্ঘদিন পর ফিরেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়েছিলেন শবনম বুবলি। সোমবার গাজীপুরের একটি রিসোর্টে ‘চোখ’ সিনেমার শুটিং শেষ করেছেন। শেষ দিনের শুটিংয়ে অংশ নেন জিয়াউল রোশান ও বুবলি। গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

এদিকে, চিত্রনায়িকা শবনম বুবলি ‘উধাও’ হওয়ার আগে ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। কিন্তু সিনেমাটির একদিনের ফুটেজ নষ্ট হওয়ায় ফের শুটিংয়ে অংশ নিতে হচ্ছে নায়িকাসহ প্রায় পুরো টিমকে।

জানা গেছে, বুধবার রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে। যেখানে বুবলির সঙ্গে অংশ নিয়েছেন সিনেমাটির নায়ক নিরবসহ অনেকেই।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক সৈকত নাসিরের ভাষ্য, একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যাওয়ার কারণে পুনরায় শুট করতে হচ্ছে। পাশাপাশি প্যাচওয়ার্কের কাজ বাকি ছিলো। দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হয়ে যাবে।

এদিকে, বুবলির খুব শিগগিরই শাকিব খানের বিপরীতে ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা আছে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter