Tuesday , 19 October 2021
Home / খবর / হাসপাতালে আফসানা মিমি

হাসপাতালে আফসানা মিমি


জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে তাকে।

জানা গেছে, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেলো সপ্তাহের খবর।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।

তার ঘনিষ্ঠজন নজরুল সৈয়দ বলেন, ‘তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter