Wednesday , 20 October 2021
Home / খবর / মা হচ্ছেন ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা

মা হচ্ছেন ‘আয়নাবাজি’ সিনেমার নায়িকা


ঢাকা, ০১ এপ্রিল – নতুন মাসের প্রথম দিনই সুখবর দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা। মা হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামী জোবাইদুল হককে সঙ্গে নিয়ে বেবি বাম্পের একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে অভিনেতা আহমেদ শরীফের ছবি ভাইরাল

নাবিলা বলেন, ‘ছেলে না মেয়ে হবে— এ বিষয়টি আমরা এখনও পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে আসুক। চিকিৎসক বলেছেন, জুলাইয়ের প্রথম হাফে সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’

২০১৮ সালের এপ্রিলে জোবাইদুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাবিলা। সুখের সংসারে প্রথমবার মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন তিনি।

এন এইচ, ০১ এপ্রিল

web hit counter