Wednesday , 27 October 2021
Home / খবর / বিয়ের ১ মাস পেরুতেই মা হওয়ার খবর দিলেন নায়িকা

বিয়ের ১ মাস পেরুতেই মা হওয়ার খবর দিলেন নায়িকা


বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা দিয়া মির্জা। গতগত ১৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।
আর এই বিয়ের ১ মাসও কাটল না, মা হওয়ার সুখবর শোনালেন অভিনেত্রী। বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন দিয়া।

মালদ্বীপের সৈকতে পরন্ত সূর্যালোকের সামনে দাঁড়িয়ে রয়েছেন দিয়া মির্জা। ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট।

দিয়া লিখেছেন, ”মা হতে চলা আশীর্বাদের মতো। একটা জীবন থেকে নতুন জীবনের শুরু। সমস্ত গল্পই আবার নতুন করে শুরু। ঘুম পাড়ানি গান। নতুন চারাগাছ। নতুন আশার ফুল। আমার গর্ভেই নতুন করে সব স্বপ্নের শুরু।”

গত ১৫ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন দিয়া। বৈভব, দিয়ার দ্বিতীয় স্বামী। তার আগে আগে দিয়া বিয়ে করেছিলেন সাহিল সাঙ্ঘা-কে। ২০১৯ এ দিয়ার সঙ্গে সাহিল সাঙ্ঘার বিবাহ-বিচ্ছেদ হয়।

২০১৯ সালের আগস্ট মাসে দিয়া-সাহিল তাদের বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অন্যদিকে দিয়াও বৈভবের দ্বিতীয়া স্ত্রী। তার প্রথমা স্ত্রীর নাম সুনয়না। যদিও বৈভব সুনয়নার একটি মেয়েও রয়েছে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter