Wednesday , 20 October 2021
Home / খবর / পুত্র-পুত্রবধূসহ করোনায় আক্রান্ত চিত্রনায়িকা মৌসুমী

পুত্র-পুত্রবধূসহ করোনায় আক্রান্ত চিত্রনায়িকা মৌসুমী


ঢাকা, ০২ এপ্রিল – মাহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তার ছেলে ফারদিন ও পুত্রবধু সাদিয়া রহমান আয়েশা। তাদের করোনার পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানি।

আরও পড়ুন : চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত

সম্প্রতি ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী দম্পতি। বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা।

আজ শুক্রবার বিকেলে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’

এন এইচ, ০২ এপ্রিল

web hit counter