Wednesday , 27 October 2021
Home / খবর / শুটিংয়ে আহত শাকিব খান – Binodonnews24

শুটিংয়ে আহত শাকিব খান – Binodonnews24


ঢাকা, ০৩ এপ্রিল – ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বাঁ চোখে আঘাত পেয়েছেন। বর্তমানে পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব শাহীন সুমন

একাধিক সূত্রের দাবি, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তাঁর বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক। এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে।

সূত্রটির আরও দাবি, মাত্র কয়েকটি দৃশ্য শুট করা বাকি আছে শাকিব খানের। দ্রুতই ‘অন্তরাত্মা’ সিনেমার শুট শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর।

এই প্রসঙ্গে মন্তব্য জানতে সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমনকে ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক। আর সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

এন এইচ, ০৩ এপ্রিল

web hit counter