Tuesday , 19 October 2021
Home / খবর / আবারো নতুন নায়কের সঙ্গী হচ্ছেন বুবলী

আবারো নতুন নায়কের সঙ্গী হচ্ছেন বুবলী


ঢাকা, ০৩ এপ্রিল – শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। এরপরই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন এই জুটি। তবে ইদানিং শাকিব-বুবলী জুটিকে পর্দায় আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে নতুন এক নায়কের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

আরও পড়ুন : শুটিংয়ে আহত শাকিব খান

নাম প্রকাশে অনিচ্ছুক এই সিনেমার প্রযোজক বলেন, ‘চলতি মাসের ২০ তারিখ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করছে। সিনেমার নায়ক চূড়ান্ত করা হয়েছে। এটা ঠিক যে, এই সিনেমার মাধ্যমে বুবলীর সঙ্গে দর্শক পর্দায় নতুন জুটি দেখবেন।’ তবে নতুন নায়কের নাম বলতে চাননি প্রযোজক। এমনকি সিনেমার নামও বলেননি তিনি।

এর আগে গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। এরপরই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি। সম্প্রতি পুনরায় তাকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ এপ্রিল

web hit counter