Wednesday , 27 October 2021
Home / খবর / সোনিয়া হোসাইনের বাবা মারা গেছেন

সোনিয়া হোসাইনের বাবা মারা গেছেন


মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসাইনের বাবা জাহিদ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬২ বছর।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে সোনিয়া হোসাইন ফেসবুকে তার বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন। এই অভিনেত্রী লেখেন, আমার বাবা জাহিদ হোসাইন গত রাত আড়াইটায় আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমার মা ও ভাইয়ের জন্যও দোয়া করবেন।

এর আগে সোনিয়া বাবার জন্য আইসিইউর সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। করোনার প্রকোপ বাড়ায় ঢাকার হাসপাতালগুলোতে আইসিইউ পাওয়া যাচ্ছে না। তাই সবার কাছে সাহায্য চান তিনি।

২০০৩ সালে সোনিয়া শোবিজে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে নাটক ও উপস্থাপনা করছেন নিয়মিত।

এর বাইরে বড় পর্দায়ও অভিষেক হয়েছে সোনিয়ার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter