Wednesday , 27 October 2021
Home / খবর / অ্যাকশনে নজর কাড়লো সিয়াম-পূজার ‘শান’ টিজার

অ্যাকশনে নজর কাড়লো সিয়াম-পূজার ‘শান’ টিজার
টিজার প্রকাশের পর থেকেই অ্যাকশন সিনেমা ‘শান’ -এর প্রশংসা করছেন চলচ্চিত্রপ্রেমীরা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

ভিলেন চরিত্রে দেখা গেছে তাসকিন রহমানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। টিজারে অ্যাকশন ও ভিএফএক্সের প্রশংসা পাচ্ছে বেশি।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমার টিজারটি। ‘শান’ সিনেমার প্রযোজনা সংস্থা ফিলম্যান’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব এবং ফেসবুক পেজ প্রকাশিত টিজারটির দৈর্ঘ্য ছিল ৫২ সেকেন্ড।

এম রহিম পরিচালিত এ চলচ্চিত্রের অ্যাকশন পরিচালনা করেছেন বলিউডের ফাইট ডিরেক্টর আব্বাস আলী মুঘল।

সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে।

অর্থসূচক/এমএস
আগের খবরসকল বীর মুক্তিযোদ্ধা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা
পরের খবর ডিএসইর অফিস সময় পরিবর্তন

সূত্র: অর্থসূচক

web hit counter