Tuesday , 19 October 2021
Home / খবর / বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয় দিলেন তারা!

বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয় দিলেন তারা!


ঢাকা, ০৫ এপ্রিল – জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ‘ফেক হাজব্যান্ড’ শিরোনামে একটি একক নাটকের শুটিং শেষ করেছেন গতকাল। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে তিনি নাটকটির শুটিংয়ে অংশ নেন।

অনামিকা মণ্ডলের রচনা ও মিঠু রায়ের পরিচালনায় ঈদের জন্য নির্মিত হয়েছে নাটকটি, যার চিত্রগ্রহণ করেছেন মিঠু মনির।

আরও পড়ুন : অভিনেত্রী আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এ ছাড়া অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, রুনি একজন চাকরিজীবী অবিবাহিত মেয়ে। ঢাকায় সে একাই থাকে। ব্যাচেলর বলে বাসা পেতে সমস্যা হয়, এলাকার লোকজন নানা মন্তব্য করে, এমনকি কর্মস্থলেও সহকর্মীরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। তাই সে ডিসিশন নেয় যে সবাইকে বলে বেড়াবে সে বিবাহিত। এর পর থেকে আগের সমস্যাগুলোর অনেকটাই সমাধান হয়ে যায় তার। তবে এই বিবাহিত পরিচয় নিয়ে পরে বেশ বিপাকে পড়ে সে। এভাবে এগিয়ে যাবে নাটকের গল্প। নাটকে রুনির ভূমিকায় অভিনয় করেছেন প্রভা।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

এন এইচ, ০৫ এপ্রিল

web hit counter