Wednesday , 27 October 2021
Home / খবর / আইসিইউতে একুশে পদক প্রাপ্ত অভিনেতা মহসীন

আইসিইউতে একুশে পদক প্রাপ্ত অভিনেতা মহসীন


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বিশিষ্ট অভিনেতা এস এম মহসীন। রাজধানীর ইম্পালস হাসপাতালে ভর্তি আছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, ‘এর আগে মহসীন ভাইকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয় তবে অবস্থার অবনতি হলে সোমবার (৫ এপ্রিল) ইম্পালস হাসপাতালে নেওয়া হয়।’ তিনি এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

এস এম মহসীন একজন বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। প্রায় চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। এছাড়া প্রায় ২৪ বছর পরিচালক হিসেবে চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে।

অভিনয়ের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করেন এস এম মহসীন।

তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন। ‘পদক্ষেপ’ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সাথে থিয়েটার দল ড্রামা সার্কল এ তিনি অভিনয় করেছেন।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter