Monday , 12 April 2021
Home / খবর / করোনায় মারা গেলেন কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী

করোনায় মারা গেলেন কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী


মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী।

আজ বুধবার (০৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, ইন্দ্রমোহন রাজবংশী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। একইসঙ্গে তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে ইন্দ্রমোহন রাজবংশী মহাখালী ও মালিবাগের দুটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর জানিয়েছেন।

অর্থসূচক/কেএসআর

সূত্র: অর্থসূচক

2021-04-07