Wednesday , 27 October 2021
Home / খবর / ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন অভিষেক

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন অভিষেক


বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন।

‘উমরাও জান’ নামে একটি ছবির শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু। আর এর কিছু দিন পরেই বিয়ের পিঁড়িতে বসেন ঐশ্বরিয়া-অভিষেক।

এরপর বছর কয়েক পর ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তানও। মজার বিষয় হলো, এক সময় বিয়ে করার কোনো পরিকল্পনাই ছিল না তাদের।

জনপ্রিয় টেলিভিশন শো কফি উইথ করণ-এ অংশ নিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এসব বলেন অভিষেক।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ঐশ্বরিয়া আমার জন্য সব থেকে আলাদা একটি বিষয়। আমরা দু’জন দু’জনকে এখনও আগের মতো ভালোবাসি। তবে আয়নার সামনে দাঁড়িয়ে এখনও আমার মাঝে মধ্যে আগের কথাগুলো মনে পড়ে।

অভিষেক আরও বলেন, একটা সময় তো দু’জনের অবস্থানের জন্য কেউ কাউকে বিয়ে করার কথা চিন্তাই করতে পারতাম না। ঐশ্বরিয়া মনে করত, আমি একজন বলিউড স্টার। তার সঙ্গে আমি অমিতাভ বচ্চনের ছেলে। অপরদিকে আমিও মনে করতাম, ঐশ্বরিয়াকে কখনোই বিয়ের কথা বলা যাবে না। পুরো দুনিয়ার অন্যতম সুন্দরী নারী তিনি।

একজন তারকা হিসেবে তখন ভারতজুড়ে খ্যাতি ছিল তার। সব মিলিয়ে দু’জন দু’জনার অবস্থান থেকে কখনোই বিয়ের কথা চিন্তা করতাম না। আজ আমরা সংসার করছি।

সূত্র: বিনোদন২৪.কম

web hit counter