বেশ কয়েক বছর ধরে বলিউডে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। এরইমধ্যে যোগ্যতা-দক্ষতা দিয়ে বলিউডে পাকাপোক্ত আসন গড়েছেন। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।
অভিনেত্রী জানালেন, এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। নতুন সিনেমার নাম ‘চালবাজ ইন লন্ডন’। হিন্দি সিনেমার ইতিহাসে ‘চালবাজ’এ শ্রীদেবী দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার শ্রদ্ধা কাপুরের পালা।
‘চালবাজ ইন লন্ডন’-এ অভিনয়ের সুযোগ পেয়ে শ্রদ্ধা কাপুর বলেন, আমি অনেক অনেক ভাগ্যবতী যে, পরিচালক-প্রযোজকরা সিনেমাটিতে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এই প্রথম আমি দ্বৈত ভূমিকায় অভিনয় করছি। আমার কাছে এটা খুব চ্যালেঞ্জিং। আমি অনেক কিছু শিখতে পারব এখান থেকে।
জানা গেছে, ‘চালবাজ ইন লন্ডন’ পরিচালনাও করছেন ‘চালবাজ’-এর পরিচালক পঙ্কজ পরাশর। তবে নতুন সিনেমাটি আগেরটার রিমেক কি না তা অবশ্য জানাননি পরিচালক। তবে সিনেমার পুরো শুটিং হবে লন্ডনে। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং আহমেদ খান।
The post একসঙ্গে দুই রূপে হাজির হবেন শ্রদ্ধা appeared first on binodon24.com.
সূত্র: বিনোদন২৪.কম