Wednesday , 20 October 2021
Home / খবর / স্বপ্ন পূরণ হলো পরীমনির

স্বপ্ন পূরণ হলো পরীমনির


ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকা পরীমনি। রূপ আর গুনে অনন্য তিনি। বিশেষ করে তার চুলের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকেন সবাই।

ছোটবেলায় মাথার বেণি খুলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনমনে প্রায়শই মডেলিং করতেন পরীমনি! স্বপ্ন দেখতেন, বড় হয়ে টিভিতে দেখা সেই বিজ্ঞাপনটির মডেল হওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে ধরা দিলো পরীর জীবনে।

আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) নিজ বাসায় রাজহাঁস তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন পরীমনি।

পরী বলেন, শুধু আমি নই। আমার তো মনে হয় বাংলার সকল নারীর মনেই বেঁচে আছে একটি চিরচেনা সাদা রাজহাঁস! মানে হাঁস মার্কা গন্ধরাজ তেলের কথা বলছি। ছোটবেলায় এই তেলটির ঘ্রাণ আর বিজ্ঞাপন- কি যে ভালো লাগতো! এখনও টিভি বা রেডিওতে এই নামটি কানে এলে ঘুরে তাকাই। স্মৃতিকাতর হই।

এখন থেকে এই তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন পরীমনি। অংশ নেবেন বেশ ক’টি বিজ্ঞাপনচিত্রেও।

এদিকে করোনার কারণে আপাতত ঘরবন্দি আছেন এই নায়িকা। তবে গেল সপ্তাহে পরী ব্যস্ত ছিলেন ইফতেখার শুভর অনুদানের ছবি ‘মুখোশ’-এর শুটিংয়ে। একই সময়ে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’।

অর্থসূচক/কেএসআর

সূত্র: অর্থসূচক

web hit counter